• নরসিংদী
  • সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৫১ পিএম
রায়পুরায় নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 

রায়পুরা প্রতিনিধি: নরসিংদী রায়পুরায় পানিতে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় দীর্ঘ ১৬ ঘণ্টা পর আজহার নামে ৫ বছরের শিশুর মরদেহ  উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ৭টার দিকে উপজেলার তাত্তাকান্দা এলাকার ঘাটের কাকন নদী থেকে  ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু আজহার রায়পরা উপজেলার  তাত্তাকান্দি এলাকার ফকির বাড়ির জামান ফকিরের ছেলে। 

এর আগে বুধবার (১২ জুন) বিকেলে বাড়ির পাশে কাকন নদীতে তাত্তাকান্দা ঘাটে গোসল করতে নামে আজহারসহ ৪/৫ শিশু। গোসলের একপর্যায়ে সাতার না জানায় নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হয় আজহার।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, আজহার তার সহপাঠীদের সাথে বুধবার বিকেলে বাড়ির পাশে কাকন নদীর তত্তাকান্দা ঘাটে গোসল করতে নামে আজহার। সাঁতার না জানায় নদী পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয় সে। তাকে খুঁজে না পেয়ে তার সহপাঠীরা বাড়িতে গিয়ে খবর দিলে পরিবারের লোকজনসহ এলাকাবাসী রাত ১২টা পর্যন্ত খুঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাওয়া  যায়নি। এদিকে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে রাত হওয়ায় উদ্ধার কার্য চালানো সম্ভব না হলেও ভোর থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে  সকাল ৭ টার দিকে ঘটনাস্থল থেকে ৪শ' গজ দূরে কচুরিপানার সাথে ভাসমান অবস্থায় শিশু আজহারের মরদেহ অ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রায়পুরা পৌর কাউন্সিলর মো. মোকাররম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে জনতে পেরেছি সহপাঠীদের সাথে নদীতে গোসল করতে এসে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় শিশু আজহার। রাতে অনেক খোঁজাখুঁজি করে ও তার সন্ধান পাওয়া যায়নি। পরে সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় কচুরিপানার সাথে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও বর্ষাকালে এমন মর্মান্তিক ঘটনা প্রতি বছরই ঘটে। গ্রামবাসী সকলকে সতর্ক থাকার আহব্বানও জানান তিনি।

রায়পুরা ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মো. ফারুক আহমেদ জানান, খবর পেয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থলে এসে রাত থাকায় আমাদের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করতে পারেনি। পরে ভোরে এসে উদ্ধারকার্য চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় ৩/৪শ' গজ দুরে কচুরিপানার সাথে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ